Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনগনের সেবা-ই আমাদের প্রধান লক্ষ্য। সেবা পেতে কোন অসুবিধা বোধ করলে সরাসরি প্রশাসকের কাছে আসুন। ধন্যবাদ।  


Image
Title
কম্পিউটার প্রশিক্ষণ
Details

বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব । অবাধ তথ্য অধিকার এবং প্রযুক্তি ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ আত্ম নির্ভরশীল, সমৃদ্ধ জাতি গঠনে সহায়ক। বিশ্ব যেখানে তথ্য প্রযুক্তি জ্ঞানে বলিয়ান সেখানে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠিকে এগিয়ে নেবার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তথ্য প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। উপজেলা ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ বেকার যুব সমাজকে আত্ম নির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করছে। প্রতিযোগিতা মুলক বিভিন্ন চাকুরির বাজারে কম্পিউটার শিক্ষা বিশেষ যোগ্যতা বলে বিবেচনা করায় শিক্ষিত যুব সমাজ কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে আইটি দক্ষতা লাভ করে চাকুরী ক্ষেত্রে সফলতা বয়ে নিয়ে আসছে। এটুআই প্রোগ্রামের মাধ্যমে হালুয়াঘাট ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে পরিচালিত হচ্ছে ৬মাস মেয়াদী হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ। দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অত্যন্ত যত্ন সহকারে নিবিড়ভারে প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ প্রদান করা হয়। ইতিমধ্যে বহু শিক্ষার্থী প্রশিক্ষণ লাভ করে নিজ নিজ কর্ম ক্ষেত্রে দক্ষতা ও সফলতার সাথে কাজ করছে।

বর্তমানে অত্র ইউআইএসসির কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৬৫জন ও ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী, জয়রামকুড়া কোর্সের অধীনে ৯০জন ছাত্রছাত্রী আছে। ৮২জন পিআইএসসি-র উদ্যোক্তাদের জন্যও এত্র প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তাছাড়া, অন্যান্য সংস্থার চাহিদা অনুসারে এই প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে থাকে।