Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনগনের সেবা-ই আমাদের প্রধান লক্ষ্য। সেবা পেতে কোন অসুবিধা বোধ করলে সরাসরি প্রশাসকের কাছে আসুন। ধন্যবাদ।  


Image
Title
হালুয়াঘাট ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের অর্জন
Details

কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার সার্ভিসিং, প্রামাণ্য চিত্র নির্মাণ,  বিবিসি জানালার ইংরেজী স্পিকিং কোর্স, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ-প্রিন্টিং, , ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, জীবন বীমা, আউটসোর্সিং কাজ, সচেতনতামূলক ভিডিও শো, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল প্রদান, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রদান, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে।

হালুয়াঘাট ইউনিয়ন ও তথ্য সেবা কেন্দ্র কাজের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে সমগ্র বাংলাদেশের বর্ষসেরা উদ্যোক্তা হিসেবে ডিজিটাল এ্যাওয়ার্ড লাভ করে। বিভিন্ন সময় সকল উদ্যোক্তাগণ নিজেদের কর্ম দক্ষতা আলোচনার মাধ্যমে ভাগাভাগি করে থাকেন। উপজেলা নির্বাহি অফিসারের পরামর্শে ও এটু্‌আই প্রোগ্রামের জেলা সহকারী প্রোগ্রামার মার্জিয়া ম্যাডামের প্রশিক্ষনের মাধ্যমে হালুয়াঘাট ইউনিয়ন  তথ্য ও সেবা কেন্দ্র কাজ করে চলেছে অদম্য গতিতে।

উক্ত  কার্যক্রমের চিত্র ব্যানারে ফুটে উঠেছে।