দশের লাঠি একের বোঝা, একের পক্ষে যে কাজ করা সম্ভব না, দশ জনে করলে তা সহজেই সমাধান করা সম্ভব। এই মূল মূন্রে দীক্ষিত হয়ে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন পেশাজীবি সংগঠন গঠন হয়েছে। এই পেশাজীবি সংগঠনের তালিকা নিম্ন দেয়া হলো -
০১. হালুয়াঘাট টিচার্স ক্লাব
০২. অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সমিতি
০৩. হালুয়াঘাট ব্যবসায়ী সমবায় সমিতি
০৪. হালুয়াঘাট ধান্য ব্যবসায়ী সমবায় সমিতি।
০৫. হালুয়াঘাট কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি।
০৬. হালুয়াঘাট রিক্সা চালক সমবায় সমিতি।
০৭. হালুয়াঘাট অটো চালক সমবায় সমিতি।
০৮. হালুয়াঘাট প্রাইভেটকার চালক সমবায় সমিতি।
০৯. হালুয়াঘাট মটর শ্রমিক সমবায় সমিতি।
১০. হালুয়াঘাট রাজমিস্ত্রি সমবায় সমিতি।
১১. হালুয়াঘাট টিউব ওয়েল শ্রমিক সমবায় সমিতি।
১২. হালুয়াঘাট শুটকি ব্যবসায়ী সমবায় সমিতি।
ইহা ছাড়া বিভিন্ন এনজিও মাধ্যমে গঠিত অনেক সমবায় সমিত আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস