Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনগনের সেবা-ই আমাদের প্রধান লক্ষ্য। সেবা পেতে কোন অসুবিধা বোধ করলে সরাসরি প্রশাসকের কাছে আসুন। ধন্যবাদ।  


প্রখ্যাত ব্যক্তিত্ব

অ্যাডভোকেট প্রমোদ মানকিন এর লাইফ স্কেচ , অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী । ১৮ এপ্রিল ১৯৩৯ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার Bakaljora ইউনিয়নের অধীনে রামনগর গ্রামে গারো  সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম  মেগা তজু ছিল ও মায়ের নাম শিশিলিয়া মানকিন । আমি তার আট ভাই ও বোন মধ্যে পঞ্চম হয় . প্রমোদ মানকিন ১৯৬৩ সালে নটরডেম কলেজ, ঢাকা থেকে  বি.এ. পাশ ও পরে  B.Ed ডিগ্রি অর্জন করেন।১৯৮২ সালে ময়মনসিংহ আইন কলেজ থেকে এলএলবি পাশ করেন।  তিনি  ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির একজন  সম্মানিত সদস্য।

 বাংলাদেশ আওয়ামী লীগে ১৯৯১ সালে   শেখ হাসিনার আহবানে  যোগদান করেন। তিনি এখন আওয়ামী লীগের  হালুয়াঘাট উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খৃস্টান সম্প্রদায়ের একজন প্রতিনিধি।  তাঁর কর্মজীবনের শুরুতে, প্রমোদ মানকিন বিড়উডাকুনী উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।  পরে  এনজিও কার্যক্রমের সাথে জড়িত হন। 1990 থেকে 1987 সাল পর্যন্ত  Caritas বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন  করেছিলেন। এ ছাড়াও তিন বাংলাদেশ ( CCHRB )এর মানবাধিকার পরিষদের  সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন।বাংলাদেশ ( CCULB ) এর সমবায় ক্রেডিট ইউনিয়ন লীগ এর সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচিত প্রেসিডেন্ট । গোবড়াকুড়া ভূমি পোর্টএর প্রতিষ্ঠাতা ।আমদানীকারক - রপ্তানিকারক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।  তিনি হালুয়াঘাট পাবলিক লাইব্রেরীএর প্রধান উপদেষ্টা আজিআন সদস্য হয়। তিনি ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি। -----------চলমান --------