ইউনিয়নের আয়তন : ৪২.৬৫ বর্গ কিলোমিটার।
ইউনিয়নের সীমানাঃ
উত্তরে : উত্তরে ভারতের মেঘালয়।
দক্ষিণে : দর্শা নদী ও নড়াইল ইউনিয়ন পরিষদ।
পূর্বে : গাজিরভিটা ও নড়াইল ইউনিয়ন পরিষদ।
পশ্চিমে : ভূবনকুড়া, জুগলী ও কৈচাপুর ইউপিঃ।
ইউনিয়ন পরিষদ স্থাপনকাল : ১৯৬৫ খ্রিঃ।
যোগাযোগ ব্যবস্থা :পাকা সড়ক, বাস, মাইক্রো, অটো, রিক্সা ও মোটর সাইকেল যোগে যোগাযোগ করা যায়।
লোক সংখ্যা : ৩৮৫৭২ জন। পুরম্নষ- ১৯৬০০। মহিলা- ১৮৯৭২।
গ্রামের সংখ্যা : ১৪টি।
মৌজার সংখ্যা : ১৪টি।
ওয়ার্ডের সংখ্যা : ৯টি।
খোয়াড়ের সংখ্যা : ১৫টি।
কলেজ : ৩টি। (মহিলা ডিগ্রী কলেজ -১টি. টেকনিক্যাল কলেজ ১টি, ডিগ্রী কলেজ ১টি)
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ৫টি।
নিম্ন মাধ্যমিক : ২টি।
দাখিল মাদ্রাসা : ১টি।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ : ১৫টি।
এতিম খানা : ৩টি।
নলকূপের সংখ্যা : অগভীর- ১৮২৮টি, গভীর- ৩৭টি, তারা- ১৩৭৫, সুপার তারা- ১টি
শিক্ষার হার : ৭৫%।
হাট বাজার : ৪টি।
পাকা রাস্তা : ৩০ কিলোমিটার।
কাচা রাস্তা : ১৪০ কিলোমিটার।
এইচ.বি.রাস্তা : ১৫ কিলোমিটার।
এক ফসলী জমি : ১৭০ হেক্টর
দুই ফসলী জমি : ২৪৩০ হেক্টর
তিন ফসলী জমি : ৬৭০ হেক্টর
তিনের অধিক : ৫০ হেক্টর
আবাদযোগ্য পতিত জমি : ৩০ হেক্টর
মোট পতিত জমি অকৃষি : ১১০০ হেক্টর
টেলিযোগাযোগ
ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ ১টি, টেলিফোন কোড ০৯০২৬, পোষ্টাল কোড ২২৬০
ওয়েব সাইট :
1.হালূয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ www.hssdcedu.net,
2.হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল www.imex-bd.org
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস