Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল ও নদী

 ৪নং হালুয়াঘাট  ইউনিয়নে পশ্চিম-দক্ষিণে দর্শা  আর পূর্বদিকে বুড়াঘাট  নদী আছে । এ নদীকে কেন্দ্র করে অনেক বসতি গড়ে উঠেছে। কৃষকগণ এনদীর পানি দিয়ে বোরো ধান উপাদন করে। তাছাড়া অত্র ইউনিয়নে কয়েকটি খাল আছে। এগুলো হলো: টুইক্কার খাল, কচুন্দরা । এখালের পানির মাধ্যমেও খালের তীরে বসতকারী কৃষকগণ বোরো ধান উৎপাদন করে জীবিকা নির্বাহ করে।

কচুন্দরা খাল: এর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যে। গোবরাকুড়া দিয়ে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। সেখান থেকে রাংরাপাড়া হয়ে ক্রমান্বয়ে নলকুড়া, মুজাখালি, সাপমারিকান্দা, খন্দকপাড়া, টাঙ্গালিয়াপাড়া হয়ে কাওয়ালিজানে  বুড়াঘাট নদীতে মিশে গেছে। এর দৈর্ঘ্য আনুমানিক ১৩-১৫ কিমি হবে। গ্রীষ্মকালে এখালে পানি থাকেনা কিন্তু বর্ষাকালে বৃষ্টি হলে মাঝে মধ্যে পানিতে ভরপুর থাকে। শীতকালে এখালের উপর বাঁধ দিয়ে এরপানি দিয়ে বোরো ধান আবাদ করা হয়। গত ২ বছর আগে এ খালটি পুন:খনন করা হয়েছে।