Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কম্পিউটার প্রশিক্ষণ

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হল, ইউনিয়ন ভিত্তিকএকটি তথ্য সেবা কেন্দ্র। যার উদ্দেশ্য হলো- তৃণমূল মানুষের দোরগোড়ায়তথ্যসেবা নিশ্চিত করা।এই বিষয়টিকে লক্ষ্য রেখে তৃণমূল মানুষের অধিকতরতথ্যসেবা প্রদানের জন্য হালুয়াঘাট ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র অন্যা্ন্যসেবা প্রদানের পাশাপাশি; বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদান নিয়েকম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করেছে। গত বছর ২০১৩ সালে স্কুল কলেজেরছাত্রছাত্রী, শিক্ষক,ব্যাংকের স্টাফ ও এনজিও নিয়ে মোট ১৩২জনকে কম্পিউটারপ্রশিক্ষণ দিয়ছে । প্রশিক্ষণ পাওয়ার পর তারা বিভিন্ন জায়গায় কাজ করছে ।লেখাপড়ার পাশাপাশি কিছু স্কুল কলেজের ছাত্র/ছাত্রী অত্র ইউআই্এসসিতেদিবারাত্র দুই শিফটে খন্ডকালীন কাজ করছে।

২০১৪ সালে কারিগড়ি শিক্ষাবোর্ডের অধীনে জানুয়ারি-জুন সেসনে ২৮জন পাশ করেছে। জুলাই-ডিসেম্বর/২০১৪ সেসনে ৬৩জন ছাত্রছাত্রী আছে।

জয়রামকুড়া নার্সিং ইনস্টিটিউটে ১ম বর্ষে ২৮জন, ২য় বর্ষে ৩০জন ও ৩য় বর্ষে ৩০জন কম্পিউটারের ছাত্রছাত্রী আছে। বর্তমানে হালুয়াঘাট ইউআইএসসিতে মোট ১৫১জন কম্পিউটার প্রশিক্ষনার্থী আছে ।