Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এনজিও

০১। হালুয়াঘাট এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

০২। গ্রামীণ ব্যাংক

০৩। সিবিএসিডিপ, সেন্ট এন্ড্রুজ মিশন, হালুয়াঘাট। মোবাইল-

০৪। পপি, রঘুনাথপুর, হালুয়াঘাট, ময়মনসিংহ।

০৫।পিএইচসিপি,

০৬। স্বাবলম্বী, বেপারীপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ।

০৭।গ্রামাউস

০৮। আসাউস, আকনপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ।

০৯। সবুজ সমাজ উন্নয়ন সংস্থা, উত্তর বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ।

১০। কাল্প, উত্তর বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ।

১১।কারিতাস বাংলাদেশ।

১২। আশা।

১৩। ব্র্যাক।

১৪।সারা বেপারীপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ।

১৬। দিশারী সমাজ কল্যাণ সংস্থা,হালুয়াঘাট, ময়মনসিংহ।

১৭। আ্ইপিডিএস, আসকিপাড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ।

১৮।  কেয়ার বাংলাদেশ।

বেসরকারী সংস্থা গুলো হালুয়াঘাট ইউনিয়নের জনগনকে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।

হালুয়াঘাট এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ: "হালুয়াঘাট এডিপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ" আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য -চাইল্ড স্পন্সরশীপ, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।

চার্চ অব বাংলাদেশ সোস্যাল ডেভেলপ্টমেন্ট প্রোগ্রাম হালুয়াঘাট: ১৯৯৪ সালে চার্চ অব বাংলাদেশ সোস্যাল ডেভেলপ্টমেন্ট প্রোগ্রাম হালুয়াঘ্ট (সিবিসিডিপ) আর্ত মানবতার সেবায় কার্যক্রম গ্রহন শুরু করে। বিশেষত: আদিবাসি জনগোষ্ঠি আর্থ সামাজিক উন্নয়ন এবং অতি দরিদ্র, ভূমিহীন, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে এই প্রজেক্ট বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।

যোগাযোগ

ম্যানাজার

মোবাইল-০১৭১২৯৯০০৪৩

সেন্ট এন্ড্রুজ মিশন, হালুয়াঘাট।